বৈরাগ্য কাণ্ড
বৈরাগ্য কাণ্ড
(১) ছাড়িওনা আশা মন
কর চেষ্টা অবিরাম,
অদম্য বীর্য বলে
পূর্ণ হবে মনস্কাম।
দৃঢ় বীর্য ভিক্ষু বিচরণ
লভিয়া সৌভাগ্য বলে ত্রিরত্ন শরণ
নির্বাণ লাভের তরে সর্বদা ভাবনা করে
কৃশল ধর্মের কথা হয়ে একমন:
ক্রমে ছিন্ন হয় তার সংসার বন্ধন।
(২) নহে দুরে নহে কাছে খুজিলেই পায়
লোভ- দ্বেষ- মোহ তাকে ঢাকিয়াছে গায়।
আবরণ খুলে ফেল দেখিবে নির্বাণ।
চির শান্ত হবে তুমি রহিবে অম্লান।
(৩) প্রজ্ঞারত্ন মালা যিনি করে পরিধান,
ভবে জন্ম শ্রীঘ্র তার হয় অবসান।
অতি শ্রীঘ্রই স্পর্শ করে অমৃত নির্বাণ,
পুনঃ জন্মের রুচি তার হয় অবসান।
(১) ছাড়িওনা আশা মন
কর চেষ্টা অবিরাম,
অদম্য বীর্য বলে
পূর্ণ হবে মনস্কাম।
দৃঢ় বীর্য ভিক্ষু বিচরণ
লভিয়া সৌভাগ্য বলে ত্রিরত্ন শরণ
নির্বাণ লাভের তরে সর্বদা ভাবনা করে
কৃশল ধর্মের কথা হয়ে একমন:
ক্রমে ছিন্ন হয় তার সংসার বন্ধন।
(২) নহে দুরে নহে কাছে খুজিলেই পায়
লোভ- দ্বেষ- মোহ তাকে ঢাকিয়াছে গায়।
আবরণ খুলে ফেল দেখিবে নির্বাণ।
চির শান্ত হবে তুমি রহিবে অম্লান।
(৩) প্রজ্ঞারত্ন মালা যিনি করে পরিধান,
ভবে জন্ম শ্রীঘ্র তার হয় অবসান।
অতি শ্রীঘ্রই স্পর্শ করে অমৃত নির্বাণ,
পুনঃ জন্মের রুচি তার হয় অবসান।
বৈরাগ্য কাণ্ড |
No comments