মরণানুস্মৃতি ভাবনা
মরণানুস্মৃতি ভাবনা |
রবে না মরণ ভীতি, কর স্মৃতি মরণং।
২. সব্বে সত্ত্বা মরিস্ সন্তি, রবে নাকো দেহকান্তি,
দুরে যাবে চিত্ত ক্লান্তি, কর স্মৃতি মরণং।
৩. মরিংসু চ মরিস্ সারে, ধ্রুব মৃত্যু এ সংসারে,
মৃত্যু না রোধিতে পারে, কর স্মৃতি মরণং।
৪. আয়ু সুর্য অস্ত যায়, দেখিয়াও দেখ না তায়,
অন্ধকারে কি উপায়, কর স্মৃতি মরণং।
৫. সাঙ্গ হবে ভব খেলা, রবে না আনন্দ মেলা,
কেনরে আপন ভোলা, কর স্মৃতি মরণ।
৬. দাবা- সুত পরিজন, কিবা পর কি আপন,
মৃত্যু বশে সর্বজন, কর স্মৃতি মরণ।
৭. ঐ দেখ মৃতকায়, কাষ্ঠখণ্ড তুল্য হয়,
সদা স্মৃতি রাখ তাই, কর স্মৃতি মরণং।
৮. জমে গেছে আবর্জনা, আর কিন্তু জমাইওনা,
ক্ষয় কর আবর্জনা, কর স্মৃতি মরণং।
৯. জন্মিলে মরিতে হবে, মৃত্যু চিন্তা কর সবে,
অমর নাহিকো ভাবে, কর স্মৃতি মরণং।
১০. সংসারে সংসারী সেজে, রত থাক নিজ কাজে,
জলযথা পদ্ম মাঝে,কর স্মৃতি মরণং।
১১.কাজ কর কাজের বেলা, কর নাকো অবহেলা,
বেচে যাবে যাবার বেলা, কর স্মৃতি মরণং।
১২. জরায় জড়িত হলে,কিছুই হল না বলে
রবে না শোচনা কালে,কর স্মৃতি মরণং।
১৩. দিনে দিনে আয়ু ক্ষয়, যেতে হবে যমালয়,
মৃত্যু করো বশে নয়, কর স্মৃুতি মরণং।
১৪. কালের করাল- গ্রাসে, পড়িবে যে অবশেষে,
ছাড়িবে না কাল গ্রাসে, কর স্মৃতি মরণং।
১৫. ঐ দেখ জরা-ব্যাধি, পাশে ঘুরে নিরবধি,
কে খণ্ডাবে কর্ম-বিধি, কর স্মৃতি মরণং।
১৬. ভবপারে যাবে যদি, কর স্মুতি নিরবধি,
পাইবে অমৃত নিধি, কর স্মৃতি মরণং।
১৭. দিনটি হারলে আর, পাবে নাকো পুনর্বার,
মৃত্যু চিন্তা কর সার, কর স্মৃতি মরণং।
১৮. আজকে যা পার কর, কালকের আশা নাহি কর,
জান না কখন মর, কর স্মৃতি মরণং।
১৯. আজ মরি কি মরি কাল, মরণের কি আছে কাল,
তৈরি থাক সর্বকাল, কর স্মৃতি মরণং।
২০. কাল যে কোথায় রবে, দিশা তার নাহি পাবে,
অনুতাপ দুর হবে,কর স্মৃতি মরণং।
২১. মৃত্যু স্মৃতি যেবা করে, ত্রিলক্ষণ ্জ্ঞান বাড়ে,
মৃত্যুকে সে জয় করে, কর স্মৃতি মরণং।
২২. ভোগের বাসনা তার, কভু না রহিবে আর,
সেই হবে ভব পার, কর স্মৃতি মরণং।
২৩.শমনে ধরিবে যবে, সুন্দর নিমিত্ত পাবে,
সজ্ঞানে সুগতি হবে, কর স্মৃতি মরণং।
২৪. উত্তম হইবে গতি, দেবের বাঞ্চিত অতি,
দিব্য সুখ লভে যদি, কর স্মৃতি মরণং।
২৫. মৃত্যু স্মৃতি আছে যার, মরণে কি ভয় তার,
হইবে সে দুঃখ পার, কর স্মৃতি মরণং।
২৬. সদা স্মৃতি রাখ সবে, স্মৃতি ভাণ্ড বেড়ে যাবে,
বিলায়ে আনন্দ পাবে, কর স্মৃতি মরণং।
২৭. দিনের পর অবশেষে, চিন্তা কর বসে বসে,
ভব পার তরব কিসে,কর স্মৃতি মরণং।
সাধু------সাধু------সাধু------------
No comments