মৈত্রী ভাবনা
মৈত্রী ভাবনা
অবৈরী বিপদ শূন্য হই রোগহীন,
সুখে বাস করি যেন আমি চিরদিন।
আচার্য ও উপাধ্যায়, মাতা- পিতাগণ,
হিতসত্ত্ব, মধ্যমসত্ত্ব, যত বৈরীজন।
মম-সম শত্রুহীন বিপদ বিহীন,
রোগহীন সুখী আত্ম হোক চিরদিন।
দুঃখ মুক্ত হোক লব্ধ সম্পত্তি সম্ভোগী,
কর্মই আপন সবে কর্মফল ভোগী।
বিহারে, গোচরগ্রামে, নগরে, পুরে বাংলায়,
জনপদে, জম্বুদ্বীপে, বিপুলা ধরায়।
চত্রবালে শক্তিশালী জনগণ হোতা,
সর্বসত্ত্ব, সর্বপ্রাণী সীমাস্থ দেবতা।
অবৈরী বিপদ শূন্য হই রোগহীন,
আত্মাসুখে বাস যেন করি চিরদিন।
দুঃখ মুক্ত হোক লদ্ধ সম্পত্তি সম্ভোগী,
কর্মই আপন সবে কর্মফল ভোগী।
পূর্ব, দক্ষিণদিক, পশ্চিম দিসায়,
উত্তর দিসায় তথা পূর্ব কোণায়।
দক্ষিণ, পশ্চিম কোণ, কোণায় উত্তরে,
উর্ধ্বে, অধঃ, দশদিকে যত জীব চরে।
সর্বসত্ত্ব, সর্বপ্রাণী, সর্ব ভূতজন,
সর্বব্যক্তি দেহধারী নর- নারীগণ।
আর্য ও অনার্য আর দেবতা মণ্ডল,
মানুষ ও অমানুষ বিনীপাতি দল।
অবৈরী বিপদ শূন্য হোক রােগহীন,
আত্মসুখে বাস যেন করে চিরদিন।
দুঃখমুক্ত হোক লব্ধ সম্পত্তি সেম্ভোগী,
কর্মই আপন সবে কর্মফল ভোগী।
আছে পূর্বদিকে ঋদ্ধিমান যত ভূতগণ,
তাহারা নিরোগে সুখে আমারে ও তোমারে সদা করুন পালন।
আছেন দক্ষিণদিকে ঋদ্ধিমান যত দেবগণ,
তাহারা নিরোগে সুখে আমারে ও তোমারে সদা করুণ পালন।
আছেন পশ্চিমদিকে ঋদ্ধিমান যত নাগগণ,
তাহারা নিরোগে সুখে আমারে ও তোমারে সদা করুন পালন।
আছেন উত্তরদিকে ঋদ্ধিমান যত যক্ষগণ,
তাহারা নিরোগে সুখে আমারে ও তোমারে সদা করুন পালন।
ধৃতরাষ্ট্র মহারাজা পূর্ব দিকেতে,
বিরূঢ়ক মহারাজ দক্ষিণ মুখেতে।
বিরূপাক্ষ মাহারাজ পশ্চিম দিকের,
কুবের রাজত্ব করে দিক উত্তরে।
এই চারি লোকপাল যশস্বী রাজন,
তাহারা নিরোগে সুখে আমারেও তোমারে সদা করুন পালন।
আকাশবাসী, ভূমিবাসী, ঋদ্ধিমান যত দেব- নাগগণ,
তাহারা নিরোগে সুখে আমারে ও তোমারে সদা করুন পালন।
বুদ্ধশাসনে আস্থাশালী ( বিশ্বাসী) ঋদ্ধিমান যত দেবগণ,
তাহারা নিরোগে সুখে আমারে ও তোমারে সদা করুন পালন।
নভবাসী দুঃখ শূন্য উপদ্রবহীন,
জলবাসী দুঃখ শূন্য উপদ্রবহীন:
কামবাসী দুঃখ শূন্য উপদ্রবহীন,
রূপবাসী দুঃখ শূন্য উপদ্রবহীন।
অরূপন্থ সুঃখ শূন্য উৎপাত বিহীন,
অবৈরী বিপদ শূন্য হোক চিরনিদ।
সাধু.......সাধু..........সাধু.......।।।
অবৈরী বিপদ শূন্য হই রোগহীন,
সুখে বাস করি যেন আমি চিরদিন।
আচার্য ও উপাধ্যায়, মাতা- পিতাগণ,
হিতসত্ত্ব, মধ্যমসত্ত্ব, যত বৈরীজন।
মম-সম শত্রুহীন বিপদ বিহীন,
রোগহীন সুখী আত্ম হোক চিরদিন।
দুঃখ মুক্ত হোক লব্ধ সম্পত্তি সম্ভোগী,
কর্মই আপন সবে কর্মফল ভোগী।
বিহারে, গোচরগ্রামে, নগরে, পুরে বাংলায়,
জনপদে, জম্বুদ্বীপে, বিপুলা ধরায়।
চত্রবালে শক্তিশালী জনগণ হোতা,
সর্বসত্ত্ব, সর্বপ্রাণী সীমাস্থ দেবতা।
অবৈরী বিপদ শূন্য হই রোগহীন,
আত্মাসুখে বাস যেন করি চিরদিন।
দুঃখ মুক্ত হোক লদ্ধ সম্পত্তি সম্ভোগী,
কর্মই আপন সবে কর্মফল ভোগী।
পূর্ব, দক্ষিণদিক, পশ্চিম দিসায়,
উত্তর দিসায় তথা পূর্ব কোণায়।
দক্ষিণ, পশ্চিম কোণ, কোণায় উত্তরে,
উর্ধ্বে, অধঃ, দশদিকে যত জীব চরে।
সর্বসত্ত্ব, সর্বপ্রাণী, সর্ব ভূতজন,
সর্বব্যক্তি দেহধারী নর- নারীগণ।
আর্য ও অনার্য আর দেবতা মণ্ডল,
মানুষ ও অমানুষ বিনীপাতি দল।
অবৈরী বিপদ শূন্য হোক রােগহীন,
আত্মসুখে বাস যেন করে চিরদিন।
দুঃখমুক্ত হোক লব্ধ সম্পত্তি সেম্ভোগী,
কর্মই আপন সবে কর্মফল ভোগী।
আছে পূর্বদিকে ঋদ্ধিমান যত ভূতগণ,
তাহারা নিরোগে সুখে আমারে ও তোমারে সদা করুন পালন।
আছেন দক্ষিণদিকে ঋদ্ধিমান যত দেবগণ,
তাহারা নিরোগে সুখে আমারে ও তোমারে সদা করুণ পালন।
আছেন পশ্চিমদিকে ঋদ্ধিমান যত নাগগণ,
তাহারা নিরোগে সুখে আমারে ও তোমারে সদা করুন পালন।
আছেন উত্তরদিকে ঋদ্ধিমান যত যক্ষগণ,
তাহারা নিরোগে সুখে আমারে ও তোমারে সদা করুন পালন।
ধৃতরাষ্ট্র মহারাজা পূর্ব দিকেতে,
বিরূঢ়ক মহারাজ দক্ষিণ মুখেতে।
বিরূপাক্ষ মাহারাজ পশ্চিম দিকের,
কুবের রাজত্ব করে দিক উত্তরে।
এই চারি লোকপাল যশস্বী রাজন,
তাহারা নিরোগে সুখে আমারেও তোমারে সদা করুন পালন।
আকাশবাসী, ভূমিবাসী, ঋদ্ধিমান যত দেব- নাগগণ,
তাহারা নিরোগে সুখে আমারে ও তোমারে সদা করুন পালন।
বুদ্ধশাসনে আস্থাশালী ( বিশ্বাসী) ঋদ্ধিমান যত দেবগণ,
তাহারা নিরোগে সুখে আমারে ও তোমারে সদা করুন পালন।
নভবাসী দুঃখ শূন্য উপদ্রবহীন,
জলবাসী দুঃখ শূন্য উপদ্রবহীন:
কামবাসী দুঃখ শূন্য উপদ্রবহীন,
রূপবাসী দুঃখ শূন্য উপদ্রবহীন।
অরূপন্থ সুঃখ শূন্য উৎপাত বিহীন,
অবৈরী বিপদ শূন্য হোক চিরনিদ।
সাধু.......সাধু..........সাধু.......।।।
No comments