বৌদ্ধদের প্রাথমিকি শিক্ষা
ত্রিরত্ন বন্দনা
বুদ্ধং বন্দামি,ধম্মং বন্দামি, সংঘাং বন্দামি অহং বন্দামি সব্বাদা্।
দুতিযম্পি..............ততিযম্পি।
ত্রিরত্ন বন্দনা
যো সন্নিসিন্নো বর বোধিমুলে,
মারং সসেনং মহতিং বিজেত্বা,
সম্বোধি মাগঞ্ছি অনন্ত ঞাণা,
লোকুত্তমো তং পণমামি বুদ্ধং।
অট্ঠযঙ্গিকো অরিয়োপথো জনানং,
মোক্ খপ্পবেসা উজুকো'ব মগগো।
ধম্মো অযং সন্তিকরো পণীতো,
নিয্যানিকো তং পণমামি ধম্মং।
সংঘো বিসুদ্ধো বর- দকখনেয্যো,
সন্তিদ্রিযো সব্ব মালপ্পন্তো,
অনাসবো তং পণমামি সংঘং।
বুদ্ধো চ মঙ্গলো লোকে, সম্বুদ্ধো চ'পি লোকগগা:
বুদ্ধং সরণমাগম্মা সব্ব দুকখ পমুচ্চরে।
ধম্মো চ মঙ্গো লোকে, গম্ভীরো হোতি দুদ্দসো:
ধম্মং সরণমাগম্মা সব্ব ভয পমুচ্চরে।
সংঘো চ মঙ্গলো, দকখিণেয্যে সদা হোতি:
সংঘং সরণমাগম্মা সব্ব অন্তরায পমুচ্চরে'তি।
বঙ্গার্থ:
যিনি বোধিমূলে বসে মাহাঋদ্ধিবলে সৈন্যসহ মারকে পরজিত করে অনন্ত জ্ঞান ভাণ্ডার সম্বোধি লাভ করেছেন, সেই লোকুত্তর বুদ্ধকে প্রণাম করিতেছি। আর্য অষ্টাঙ্গিক মার্গই নির্বাণে প্রবেশ করার সোজা পথ, এই ধর্মই শ্রেষ্ঠ শান্তিপদ। সেই নৈর্বাণিক ধর্মকেই প্রণাম করিতেছি। যেই সংঘ বিশুদ্ধ, দানের শ্রেষ্ঠ পাত্র, স্বয়ং প্রত্যক্ষকৃত, সর্ববিধ পাপবিহীন, প্রভুত গুণ সমৃদ্ধ, সেই আসবহীন সংঘকে প্রণাম করিতেছি।
বুদ্ধের নয়গুণ বন্দনা
ইতি'পিসো ভগবা অরহং, সম্মাসম্বুদ্ধো, বিজ্জাচরণ সম্পন্নো, সুগতো, লোকবিদু অনুত্তরো, পুরিসদম্মা সারথী, সত্থ দেব মনুস্ সানং বুদ্ধো ভগবা'তি।
গাথায় বঙ্গানুবাদ
ইনি সেই ভগবান যিনি অরহত,
সম্যক সম্বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুগত।
লোকবিদু অনুত্তর পুরুষদম্য সারথী,
শাস্তা দেব- মানুষ্যের বুদ্ধরূপে স্থিতি।
নহে অন্য শরণ মোর বুদ্ধ শরণ বিনে,
অনির্বাণকাল শরণ শ্রীবুদ্ধ চরণে।
অতীত সেই বুদ্ধগণ আরো ভবিষ্যৎ,
বর্তমান বুদ্ধ যত বন্দ শত শত।
অন্য নাহি মম শ্রেষ্ঠ বুদ্ধ শরণ বিনে,
জয় মঙ্গল হোক মোর এ সত্য বচনে।
অনবত শিরে বন্দি পদে শ্রেষ্ঠোতম,
ভুলবশে যত দোষ ক্ষমুন বুদ্ধ মম।
ধর্মের ছয়গুণ বন্দনা
স্বক্ খাতো ভগবতা ধম্মো সন্দিট্ ঠিকো, অকালিকো, এহিপস্ সিকো, ওপনাযিকাে, পচ্চত্ত বেদিতব্বো বিঞ্ঞূহী'তি।
গাথায় বঙ্গানুবাদ
ভগবান বুদ্ধের ধর্ম অতি সুব্যাখ্যাত,
স্বয়ং পরীক্ষা করে দেখ সবে যত।
অকালিক এসে দেখার উপযুক্ত হয়,
নির্বাণ উন্মুক্তকারী জানিবে নিশ্চয়।
প্রত্যক্ষ দর্শন করি যত বিজ্ঞগণ,
জানিতে সক্ষম হয় জানে সর্বজন।
নহে অন্য শরণ মম ধর্ম শরণ বিনে,
অনির্বাণকাল শরণ ধর্মের শরনে।
অতীত যেই ধর্ম যত আর ভবিষ্যৎ,
বর্তমান ধর্ম যত বন্দি শত শত।
অন্য শরণ মোর ধর্ম শরণ বিনে,
জয় মঙ্গল হোক মোর এ সত্য বচনে।
নতশিরে বন্দি আমি ত্রিবিধ ধর্মের,
ভূলবশে দোষ ক্ষমুন ধর্ম মোরে।
সঙ্ঘের নয়গুণ বন্দনা
সুপটিপন্নো ভগবতো সাবকসঙ্ঘো, উজুপটিপন্নো ভগবতো
সাবকসঙ্ঘো, ঞাযপটিপন্নো ভগবতো সাবকসঙ্ঘো,
সমীচিপটিপন্নো ভগবতো সাবকসঙ্ঘো,যদিদং চত্তারি
পুরিসযুগানি অট্ ঠপুরিস পুগ্ গলা এস ভগবতো সাবকসঙ্ঘো,
আহুণেয্যো, পাহুণেয্যো, দক্ খিণেয্যো, অঞ্জলি করণীয্যে,
অনুত্তরং পুঞ্ ঞক্ খেত্তং লোকস্ স'তি।
গাথায় বঙ্গানুবাদ
সুপথে প্রতিপন্ন বুদ্ধ শিষ্য যত,
সোজা আর্য অষ্টমার্গে সদায় নিরত।
ন্যায় পথে প্রতি পন্ন থাকে নিমগণ,
সমীচিন পথে তারা স্থিত সর্বক্ষণ।
যেমন চারি পুরুষ যুগল অষ্ট ব্যক্তিগণ,
মার্গস্থ ফলস্থ আর্য পুদগল গণন।
আগুতি দানের যোগ্য নির্বাণের তরে,
শ্রেষ্ঠ অতিথি তুল্য পূজ্য চরাচরে।
শ্রেষ্ঠ দক্ষিণার পাত্র এই ত্রিভুবনে,
শ্রেষ্ঠ অঞ্জলিযোগ্য দেব- নরগণে।
ত্রিজগতে পুতপুণ্যার্থী পুণ্য লাভ তরে,
শ্রেষ্ঠ দক্ষিনাপাত্র এ ধরণী পরে।
নহে অন্য শরণ মম সঙ্ঘের চরণ বিনে,
অনির্বাণকাল শবণ সঙ্ঘের চরণ।
অতীতে যেই সঙ্ঘগণ আরও ভবিষ্যৎ,
বর্তমান সঙ্ঘ যত বন্দি শত শত।
অন্য শরণ নাহি মম সঙ্ঘ শরণ বিনে:
জয় মঙ্গল হোক মোর এই সত্য বচনে।
নতশিরে নন্দি আমি দ্বিবিধ সঙ্ঘেরে,
ভূলবশে যত দোষ ক্ষমুন সঙ্ঘ মোরে।
No comments